গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি
১। ক) উপজেলাঃ ০৭ টি।
খ) পৌরসভাঃ ০৪ টি।
গ) পৌর ওয়াডঃ ৩৬ টি।
ঘ) ইউনিয়নঃ ৮১ টি।
ঙ) গ্রামঃ ১২৫০ টি।
খ) জেলা কার্যালয়ঃ প্রাধিকৃত জনবল বর্তমান জনবল
০৮ জন ০৮ জন
গ) উপজেলা কার্যালয়ঃ প্রাধিকৃত জনবল বর্তমান জনবল
২১ জন ১৬ জন
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাঃ ০৭ জন
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষকঃ ০৭ জন
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকাঃ ০২ জন
৩। ০৭ টি উপজেলা কার্যালয়সমূহের মধ্যে ০৩ টি উপজেলায় (সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, পলাশবাড়ী) নিজস্ব
ভবনে কার্যালয় আছে। সদর উপজেলা অফিস জেলা কার্যালয়ের অভ্যন্তরে অবস্থিত । এছাড়া গোবিন্দগঞ্জ,
সাঘাটা ও ফুলছড়ি উপজেলা অফিস উপজেলা পরিষদ ভবনে ভাড়াকৃত কক্ষে অবস্থিত।
৪। ০৪ টি পৌরসভার ৩৬ টি ওয়ার্ডে ৩১ জন ওয়ার্ড দলনেতা, ২৭ জন ওয়ার্ড দলনেত্রী কর্মরত আছে।
৫। ০৭ উপজেলার ৮১ টি ইউনিয়নে ৭০ জন ইউনিয়ন দলনেতা এবং ৭৫ জন ইউনিয়ন দলনেত্রী এবং ১৭৪
জন আনসার কমান্ডার কর্মরত আছে।
৬। জেলায় নির্বাচন ও অন্যান্য দায়িত্বে ব্যবহারের জন্য ১৩২ টি .৩০৩ রাইফেল এবং ৭৩৬ টি শটগান আছে।
এর মধ্যে ৮৩ টি শটগান বিভিন্ন আনসার গার্ডে আছে।
৭। জেলার ব্যাংকসহ ৪২ টি আনসার গার্ডে (পিসি-১৫ জন, এপিসি-১৪, আনসার-২৪৮) মোট ২৪৩ জন
অঙ্গীভ‚ত আনসার সদস্য এবং পরিবার পরিকল্পনা কার্যালয়ে ০৬ জন ভিডিপি সদস্য ও ০১ জন বিশেষ
আনসার পুলিশ লাইন্স, গাইবান্ধায় মোতায়েন আছে।
৮। গুরুত্বপূর্ণ আনসার গার্ডঃ তিস্তা সোলার লিঃ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। (৩২ জন)
৯। প্রশিক্ষণ কেন্দ্রঃ ০১ টি ।
১০। সদর, সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ০৩ টি শাখা রয়েছে।
১১ যানবাহনঃ পাজেরো জীপ ০১ টি এবং মোটর সাইকেল ০৪ টি ।
১২ চ্যালেন্সমমূহঃ বিগত বছরসমূহে করোনা এবং বিভিন্ন কারণে গ্রাম ভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ কম হওয়ায় নির্বাচন ও অন্যান্য দায়িত্বে
বেশি জনবল মোতায়েনকালে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অভাব পরিলক্ষিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS